নড়াইলের নড়াগাতী থানায় আলোচিত অবসরপ্রাপ্ত
সেনাসদস্য ফিরোজ হত্যাকাণ্ডের ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জংগু ভূইয়াকে(৫৪) গ্রেফতার করেছে নড়াগাতী থানা পুলিশ।শনিবার ১৫ এপ্রিল ভোরে ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।তিনি নড়াগাতী থানাধীন কালিনগর গ্রামের মোঃ ছায়েন উদ্দিন ভূইয়ার ছেলে।এলাকায় জমি দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন।তিনি তার আপন চাচাতো ভাই অবসরপ্রাপ্ত সেনাসদস্য ফিরোজকে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো চাকু দিয়ে কুপিয়ে জখম করেন,এতে তার মৃত্যু হয়।নড়াগাতী থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহার তত্ত্বাবধানে ১৫ এপ্রিল ভোরে এসআই(নি:)নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ র্যাব -৩,টিকাটুলি,ঢাকা এর একটি অভিযানিক টিমের সহায়তায় সাভার থেকে তাকে আটক করেছে।আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।