নড়াইলের কালিয়ায় দুই ইউপি নির্বাচনে ১১নং পেড়লী ইউনিয়নে জারজিদ মোল্যা(ঘোড়া)প্রতীক এবং ১৪নং পাঁচগ্রাম ইউনিয়নে এস এম সাইফুজ্জামান(চশমা)প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
০২নভেম্বর-২০২২ইং রোজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
কালিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১১নং পেড়লী ইউপিতে ভোটার সংখ্যা ১৮হাজার ৩৭৫ ইউনিয়নে ১০জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছিলেন।
পেড়লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জারজিদ মোল্যা ঘোড়া প্রতীকে ৩হাজার ৯৮৩ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুল ইসলাম বাবু চশমা প্রতীকে পেয়েছেন ৩হাজার ৫৪৯ ভোট।
অপরদিকে ১৪নং পাঁচগ্রাম ইউপিতে ভোটার সংখ্যা ৬হাজার ৫৫৪ জন।ইউনিয়নে ৬জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।
কালিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য এস এম সাইফুজ্জামান চশমা প্রতীক নিয়ে ১হাজার ৭৪৮ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়।নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোড়া প্রতীকের বাদশা মোল্যা পেয়েছেন ১হাজার ২৯২ভোট।
উৎসব মুখর পরিবেশে ভোট শুরু হলেও কয়েকটি ইভিএম মেশিনে ভোটারদের আঙ্গুলের ছাপ না মেলায় ভোট দিতে পারেনি কিছু ভোটার।এসব নিয়ে তারা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।অনেক ভোটার আবার ইভিএম মেশিন ভোট দিতে পেরে খুশি ও আনন্দ প্রকাশ করেছেন।তবে এবার প্রথম বারের মতন ইভিএম মেশিন ভোট হওয়ায় কিছু ভোটার তাদের ভোট দিতে পারে নাই।
বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তরা জানিয়েছেন,২০ভাগ ভোটারের আঙ্গুলের ছাপ না মেলায় তারা ভোট দিতে পারেন নাই ভোট দেওয়ার থেকে বঞ্চিত হয়েছে বলে দুঃখ প্রকাশ করেছেন।