রাজাশাহীর-নওগা মহাসড়কেে সাবাই হাটে গত বৃহস্পতিবার আনুমানিক রাত ৭:৩০ মিনিটের দিকে সড়ক দুর্ঘটনা করেন নিয়ামতপুর উপজেলার ৬নং পাড়ইল ইউপি সাধারণ সম্পাদক মো: আ: মান্নান ।
পরে তাকে রাজাশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১৭-০৮-২২ইং রোজ বুধবার বিকাল ৫:৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
নিহত আ: মান্নান নিয়ামতপুর উপজেলার ৬ নং পাড়ইল ইউপি সাধারণ সম্পাদক ছিলেন। বাসা ৬ নং পাড়ইল ইউপি ৪ নং ওয়ার্ডের তুলারবাঐল গ্রামে বাসিন্দা। তিনি ইউপি নির্বাচন-২০২২ইং সতন্ত পদপ্রার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বিশেষ কাজে রাজাশাহীর উদ্দেশ্য রওনা হন। পরবর্তীতে রাজাশাহী থেকে বাসার উদ্দেশ্য রওনা হয়ে রাজাশাহী-নওগাঁ মহাসড়কের সাবাইহাটের কাছে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ।
এ সময় সামনে মোটরসাইকেল সিগনাল ছাড়াই সাইডে গেলে সরাসরি সংঘর্ষ ঘটে। দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে তিনি ছিটকে মাটিতে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তাকে একটি প্রাইভেট ক্লিনিকে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করান। চিকিৎসাধীন অবস্থায় ৭দিন পর বুধবার বিকালে ৫:৩০ মিনিটে তিনি মারা যান।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুদার, উপজেলা চেয়ারম্যান মো: ফরিদ অহমেদ, ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাসহ যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।