স্টাফ রিপোর্টার- এস আর সাকিল
নওগাঁ নিয়ামতপুর উপজেলার ৮ নং বাহাদুরপুর ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ড গুজিশহর বাজারে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) স্মার্ট কার্ড বিতরণের নামে ৫০-৭০ টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে ইউনিয়ন পরিষদের লোকজনের বিরুদ্ধে। এ নিয়ে ইউনিয়ন পরিষদ এলাকায় হট্টগোল দেখা দেয়।
বুধবার (১৫ জানুয়ারি) ৮ নং বাহাদুরপুর ইউনিয়ন এর গুজিশহর বাজারে এ ঘটনা ঘটে। সুবিধাভোগীরা টাকা দিতে অসম্মতি জানিয়ে প্রতিবাদ করেন। স্থানীয়রা জানায়,বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদের ছোট ভাই আজিজুল রহমান ইউনিয়নের টিসিবি সুবিধাভোগীদের স্মার্ট কার্ড দেওয়ার জন্য ৫০-৭০ টাকা খরচ নেওয়া হচ্ছে।
এ নিয়ে অনেকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
সরেজমিনে ৮নং বাহাদুরপুর ইউনিয়ন এর গুজিশহর বাজারে গিয়ে দেখা যায়, টিসিবি কার্ডধারীরা স্মার্ট কার্ড নিতে এসে হট্টগোল করছেন।
এ সময় তারা অভিযোগ করেন যে স্মার্ট কার্ড নিতে ৫০-৭০ টাকা নিচ্ছেন ইউনিয়ন পরিষদের লোকজন।
বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদের ভাই আজিজুল বলেন , 'আমাদের কে খরচের জন্য ৫০-৬০ টাকা নিতে উপরমহল থেকে অর্ডার নিয়ে এসেছি আমরা।
৮নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর আলম খাঁ এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, 'টাকা নেওয়ার কোনো নিয়ম নাই এবং সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।