রিপোর্টঃ পিরোজপুর প্রতিনিধি–সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” এই প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে আজ ২৪জুলাই-২০২৩ইং রোজ রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মাধবী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান।এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)মোঃ আমীনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)মোহাম্মদ সেলিম হোসেন,এনএসআই যুগ্ম পরিচালক আব্দুল কাদের, সিভিল সার্জন ডা.হাসনাত ইউসুফ জাকি প্রমুখ।
পিরোজপুর প্রতিনিধি