1. ezequielsreyes@gmail.com : admin :
  2. freelencershakil72@gmail.com : Sr Shakil : Sr Shakil
নাজিউর রহমান মঞ্জু'র ১৫ তম মৃত্যুবার্ষিকী পালিত। - দুরান্ত টিভি
January 7, 2025, 10:29 pm
শিরোনাম :
নওগাঁ সমাজসেবা ও সৃজনশীলতায় অ্যারোমা ইয়ুথ ওমেন অর্গানাইজেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নওগাঁর নিয়ামতপুরে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন এতিমখানা ও শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ নওগাঁ সদর পাটালির মোড় সমাজ সেবা সংসার উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন নওগাঁ-নিয়ামতপুরে জাতীয় সমাজসেবা দিবস পালন নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ তিন মূল হোতা  আটক  মহাদেবপুরে চাঁদাবাজী করায় কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে থানায় অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন বিএনপির সাবেক সংসদ সদস্য ছালেক চৌধুরী নিয়ামতপুরে শিক্ষা সংস্কৃতি ও আদিবাসীদের অধিকার মুন্ডা সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত সিলেট জেলা প্রেসক্লাবে খোলস পাল্টিয়ে প্যানেল গ্রুপের ছায়া তলে ঘর বাঁধার স্বপ্ন দেখছে আওয়ামী দোসররা!

নাজিউর রহমান মঞ্জু’র ১৫ তম মৃত্যুবার্ষিকী পালিত।

আশিকুর রহমান শান্ত-ভোলা জেলা প্রতিনিধি।
  • সময়: Thursday, April 6, 2023,
  • 46 Time View

আধুনিক ভোলার রুপকার মরহুল নাজিউর রহমান মঞ্জুর ১৫তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ভোলা জেলা শাখার আয়োজনে এ মিলাত ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।বৃহস্পতিবার ৬ এপ্রিল-২০২৩ইং আছর বাদ বাংলাদেশের একসময়ের প্রভাবশালী এই নেতার নাজাত কামনা করে উকিল পাড়া শান্ত নীড়ে মিলাদ ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। মিলাত ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুল নাজিউর রহমান মঞ্জুর পত্নী রেবা রহমান,তার বড় ছেলে ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ,মেঝো ছেলে অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান শান্ত ও তার ছোট ছেলে ব্যারিষ্টার ওয়াশিকুর রহমান অঞ্জন,ভোলা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা শফিউর রহমান কিরণ,জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।উল্লেখ্য ভোলার কৃতি সন্তান মরহুম নাজিউর রহমান মঞ্জু।তিনি ১৯৪৮ সালে ৩০শে জুন ভোলার ঐতিহ্যবাহী বালিয়া মিয়া বাড়ীতে মিয়া পরিবারে জন্ম গ্রহন করেন। ২০০৮ সালের ৬ই এপ্রিল তিনি লিভারে সমস্যা জনিত কারনে মাত্র ৬০বছর বয়সে ঢাকা ইউনাইটেড হাসপাতালে মারা যান।রাজনীতিতে সফল এই নেতা প্রাক্তন এলজিআইডি মন্ত্রী ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সফল মেয়র এবং আধুনিক ভোলার রুপকার মরহুম নাজিউর রহমান মঞ্জু।বাংলাদেশের স্থানীয় সরকার শাখা ব্যবস্থার জনক বাংলাদেশের সাবেক এই প্রভাবশালী নেতা।তাঁর পিতা মরহুম বজলুর রহমান মিয়া। ৪ভাই এর মধ্যে তিনি ২য়।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে এম.কম পাস করেছেন।প্রথম জীবনে মতিঝিলে তিনি এশিয়াটিক ট্রাভেলের সাথে জড়িত ছিলেন।ব্যক্তিগত জীবনে তিনি একজন সফল ব্যবসায়ী। রাজনীতির ক্ষেত্রেও তিনি ছিলন সফল। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতির সংস্পর্শে আসেন। ১৯৭০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মাস সংসদের সাধারন সম্পাদক ও সভাপতি ছিলেন।তিনি বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যকরী সংসদের সদস্য ও হুসাইন মুহাম্মদ এরশাদের ১৮ দফা বাস্তবায়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক ছিলেন।তৎকালীন সময়ে জাতীয় পার্টি (জাপা)’র মহাসচিবের দায়িত্ব পালন করেন।তিনি চারদলীয় ঐক্য জোটের বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)শরীক দল ছিলেন।তাছাড়াও ১৯৮৬ সালে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।ঢাকা সিটিকর্পোরেশনের পূর্বে নাম ছিল ঢাকা মিনিসিপাল কর্পোরেশন তা পরিবর্তন করে তার নাম দেন ঢাকা সিটি কর্পোরেশন।তিনি ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দক্ষতার পরিচয় দেন।এরশাদের আমলে তিনি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় দফতরের মন্ত্রী। তিনি ভোলা জেলার সকলের একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন।তাঁর জনহিতকর কর্মকান্ডে ছোঁয়া পায়নি এমন এলাকা খুবই বিরল।তাঁর ভক্তরা তাঁকে কখনো “হাতেম তাই” বলে সম্বোধন করতো।নিজের অর্থে নির্দিষ্ট সময়ে তিনি ব্যাপকভাবে জনসেবামূলক কাজ করেছেন যার জুড়ি মেলা ভার।তাঁর আশা আকাঙ্খা ছিল অনেক।বলেছিলেন, ‘সুযোগ পেলে আমি ভোলাকে সিঙ্গাঁপুর বানিয়ে ছাড়ব।তার কথার সাথে কাজের মিল রেখেই এগিয়েছেন তিনি।

ভোলার উন্নয়নের স্বার্থে নিয়ে ছিলেন নানা রকম পরিকল্পনা।পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়নও করেছেন অনেক কাজ।কিন্তু হঠাৎ লিবার জনিত সমস্যায় ২০০৮ সালের ৬ই এপ্রিল “হাতেম তাই” খ্যাত এই নেতা পৃথিবীকে চির বিদায় জানান। তার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ। ভোলাবাসী হারা এক অমূল্য রতন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
x