নরসিংদিতে বন্ধুর হাতে বন্ধু খুন।
নরসিংদী জেলা মনোহরদী উপজেলাধীন গোতাশিয়া ইউনিয়নের ঠেকেরকান্দার আবুল কালাম নাম এক যুবক কে কুপিয়ে হত্যা করা হয়েছে
ঘটনার স্থান নামাগোতাশিয়া ওজার ভিটায়। হত্যাকারীর নাম বিলাল পেশায় রং মিস্ত্রী নিহত কালাম এবং হত্যাকারী বিলাল দুজন একসাথে রং এর কাজ করতো তারা দুজন বন্ধুর মতো তাহলে কি এমন হলো দুজনের মাঝে বন্ধুত্ব শত্রুতার রুপ নিলো এবং তা গড়ালো খোনাখুনি পর্যন্ত।
হত্যাকারি বিলাল স্বীকার করেন যে সে নিজেই কুপিয়ে হত্যা করেছে।