হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া, গজনাইপুর ও পানিউমদায় অবস্থিত ৩টি ফিলিং ষ্টেশনকে মোবাইল কোর্ট পরিচালনা করে ডিজেল,অকটেন পরিমাপে কম দেয়ার (প্রতি ১০লিটারে ১২০মিলিলিটার কম) অপরাধে ওজন ও মানদন্ড আইন,২০১৮ এর ৪৬/৪৮ ধারা মোতাবেক রশিদ ফিলিং ষ্টেশনকে ১০হাজার টাকা, স্টোরেজ ট্যাংক এর লাইসেন্স এর নবায়ন না থাকায় নাঈমা ফিলিং স্টেশন ও সুরমা ফিলিং ষ্টেশন আর দুটিকে ০৫ হাজার হাজার করে মোট তিনটি ফিলিং ষ্টেশনকে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (১০আগষ্ট) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। এতে প্রসিকিসন দাখিল করেন বিএসটিআইয় কর্মকর্তা মাসুদ রানা। এসময় এএস আই লোকেশ চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, রশিদ ফিলিং ষ্টেশনকে দ্রুত কারিগরি ত্রুটি সারানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এক্ষেত্রে বিএসটিআইয়ের কর্মকর্তা সহায়তা ও মনিটরিং করবেন বলেও তিনি জানান।