নবনিযুক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন।
বাংলাদেশ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ নবনিযুক্ত চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম(বার)পিপিএম,
৩অক্টোবর-২০২২ইং রোজ সোমবার দুপুরে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পন করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সেখানে সূরা ফাতিহা পাঠ করেন এবং মোনাজাতে অংশ নেন পরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।এসময় উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগন।
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় আসার পূর্বে সকালে রাজধানী বনানী কবরস্থানে ১৯৭৫সালের ১৫আগষ্ট কালোরাতে ঘাতকের নির্মম বুলেটে নিহত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ অন্যান্য শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান।তারপর তিনি মোনাজাতে অংশগ্রহন করেন।