রিপোর্টারঃ মোঃ মামুন মোল্যা-স্টাফ রিপোর্টার–“বঙ্গবন্ধুর বাংলাদেশে,পুলিশ আছে জনতার পাশে” প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের নড়াগাতী থানা পুলিশের আয়োজনে সুধীজনদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে,২১ জুন বুধবার-২০২৩ইং বিকাল সাড়ে ৫ টায় থানার যোগানীয়া বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সাদিরা খাতুন।এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার,কালিয়া সার্কেল প্রনব কুমার সরকার,নড়াগাতী থানা আওয়ামিলীগের সভাপতি সালাহউদ্দীন বশির,সাধারণ সম্পাদক শাহ্ ফোরকান মোল্যা,জেলা পরিষদ সদস্য শাহীন সাজ্জাদ পলাশ,মুক্তিযোদ্ধা শেখ তরিকুল আলম মুন্নু,ডিআইও-১ নড়াইল মীর শরীফুল হক,জেলা ওসি ডিবি সাজেদুল ইসলাম,খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বিএম বরকতুল্লাহ অন্যান্য চেয়ারম্যানবৃন্দ।আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্যবৃন্দ,বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনসাধারণ।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন,অপরাধ নিয়ন্ত্রণে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং জনগণের দ্বারগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে নড়াইল জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি পুলিশের আইনগত কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি করতে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন এবং সকলের সহযোগীতায় তিন মাসের মধ্যে নড়াগাতী থানা এলাকা মাদকমুক্ত করার ঘোষণা দেন।এছাড়া ইভটিজিং,নারী ও শিশু নির্যাতন দমন সহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে সকলের প্রতি আহবান জানান।