রিপোর্টারঃ আবু তাহের আলী মোল্যা–নড়াইল পৌরসভার আগামী ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য ৮৮কোটি ৮৮লাখ ৮৮হাজার ৮শত ৮৮ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার ২২ জুন-২০২৩ইং দুপুরে নড়াইল পৌরসভার কার্যালয়ের সভাকক্ষে নড়াইল পৌরসভার আয়োজনে এ বাজেট ঘোষনা করেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা।বাজেটে আয় ও ব্যয় সমান দেখানো হয়েছে।এর মধ্যে রাজস্ব খাতে ৯কোটি ৬৪ লক্ষ ২হাজার ৬শত ৩৫ টাকা,উন্নয়ন খাতে ২কোটি ২লক্ষ ৪৬হাজার ২শত ৫৩ টাকা এবং প্রকল্প খাতে ৭৭কোটি টাকা আয় ধরা হয়েছে।নড়াইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু,জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি বেগম রাবেয়া ইউসুফ,পৌর আওয়ামীলীগের সভাপতি মলয় কুমার কুন্ডু,পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হক,পৌর সভার নির্বাহী কর্মকর্তা মো: ওহাবুল আলম,পৌর কাউন্সিলর মো: রেজাউল বিশ্বাস,সাংবাদিক,সুশীল সমাজের প্রতিনিধি,পৌরসভার কাউন্সিলরগন ও কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।