ডেস্ক রিপোর্ট–ক্রাইম নিউজ-নড়াইল সদর উপজেলাের কলোড়া গ্রামের মোঃ খাদেম আলী মিয়ার ছেলে মোঃ হাফিজ মোল্যার পরিবারের তার সহধর্মিণী মোসাঃ রুমা বেগম,কন্যা মিম খাতুন সহ তার ছেলেকে ৩জুলাই -২০২৩ইং রোজ সোমবার আনুমানিক বেলা ১১টার দিকে ১|জুবায়ের হোসেন আরজু মিয়া,২|শাহারিয়ার মাহমুদ রন্জু(রাজু) উভয়ের পিতা-শাহাদাৎ মিয়া সাং-কলোড়া,থানা ও জেলা নড়াইলগন,সাংবাদিক মোঃ হাফিজ মোল্যার পরিবারের সদস্যদেরকে বিভিন্নভাবে হুমকি প্রদান করে।সরোজমিনে তথ্যসূত্রে সাংবাদিক হাফিজ মোল্যা বলেন আমাকে প্রাননাশের হুমকি দিচ্ছে।কারন জানতে চাইলে তিনি বলেন আমার বড় ভাইয়ের বড় ছেলে ও দুই বোনের সম্পদের উপর রাস্তা ব্যবহার করিবে জোরপূর্বক।আমি তাদেরকে বাঁধা দিতে গেলে আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে।তারপর আমার স্ত্রী রুমা বেগম,মেয়ে-মিম খাতুন বিষয়টি জানতে গেলে তাদেরকেও হুমকি দেয়।যাহারা জোরপূর্বক জমির উপর দিয়ে অবৈধভাবে রাস্তা নির্মান করতে চায় তারা হলেন একই গ্রামের এবং পাশাপাশি বসবাসকারী।নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার একজন গৃহবধূ ঘটনাটি দেখেছেন এবং ঘটনাটি সত্য বলে জানান।যাদের নামে অভিযোগ আরজু মিয়া ও রাজু দুই ভাই অর্থের গরমে সাংবাদিক পরিবারকে হুমকি ও প্রাননাশের ভয় দেখিয়ে জোরপূর্বক রাস্তা নির্মান করতে চায়।প্রাননাশের হুমকি দিয়ে সাংবাদিকের বাড়ির থেকে চলে যায়।এই ঘটনার পর মোঃ হাফিজ মোল্যার বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে আছেন।
তুচ্ছ ঘটনা নিয়ে এলাকাতে চাঞ্চল্যকর পরিস্থিতির মধ্যে রয়েছে বলে জানা যায়।এদিকে মোঃ হাফিজ মোল্যা নড়াইল সদর থানা অফিসার ইনচার্জ বরাবর একটি অভিযোগ দায়ের করেন।লিখিত অভিযোগে দেখা যায় প্রাননাশের হুমকিদাতা ব্যক্তিদের নামে অভিযোগ দায়ের করেছে বিকাল ৫ঘটিকার সময়।
এবিষয়ে নড়াইল সদর থানার টিউটি অফিসার অভিযোগ গ্রহন করেন এবং সততা পেলে অভিযোগকারীদের আইনগত ব্যবস্থা গ্রহন বলে জানিয়েছেন।