স্টাফ রিপোর্টারঃ–নড়াইল- ১৬ই ডিসেম্বর রোজ সোমবার মহান বিজয় দিবস। বিজয় দিবস বাঙালি জাতির আত্মগৌরবের একটি দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
গৌরবময় বিজয়ের এই দিনে জাতির সূর্যসন্তান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে মুক্তিযুদ্ধা স্মৃতিস্তম্ভ জেলা শিল্পকলা একাডেমী,পুস্পস্তবক অর্পণ করেন এবং দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন শেষে বিজয় দিবস মেলার উদ্বোধন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন জনাব কাজী এহসানুল কবীর,পুলিশ সুপার,নড়াইল মহোদয়।
অতঃপর পুলিশ সুপার মহোদয় জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন।
এ সময় জনাব কিশোর রায়,সহকারি পুলিশ সুপার(কালিয়া সার্কেল); নড়াইলসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।