রিপন বিশ্বাস ক্রাইম রিপোর্টার নড়াইলঃ
নড়াইলে নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রাম থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ।
বৃহস্পতিবার ৮ জুন-২০২৩ইং রাতে আসিফ মল্লিক হাসিব(৩১)নামের এক যুবককে ৫৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়।আটককৃত আসিফ মল্লিক নড়াগাতী থানাধীন পাখিমারা গ্রামের আক্তার মল্লিকের ছেলে।এসময় গোয়েন্দা(ডিবি)পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো: সাজেদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন।ডিবি পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই অপু মিত্র সঙ্গীয় ফোর্সসহ জেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে।এ সময় তার নিকট থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো: সাজেদুল ইসলাম বলেন, আসামির বিরুদ্ধে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।