ডেস্ক রিপোর্টঃ–নড়াইলের লোহাগড়ায় ডিবি পুলিশ মাদক ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট ইয়াবা ট্যাবলেট-সহ মোঃ হাবিবুর রহমান নূর ও মোঃ তামিম শেখ নামের দুই যুবককে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত মোঃ হাবিবুর রহমান লোহাগড়া উপজেলার কাশিপুর গ্রামের জনৈক আক্তার হোসেনের ছেলে এবং মোঃ তামিম শেখ একই উপজেলার রাজুপুর গ্রামের মোঃ তাজুল ইসলামের ছেলে ১৮ জুন-২০২৩ইং রোজ রবিবার বিকালে লোহাগড়া পৌরসভার অন্তর্গত রাজুপুর গ্রাম থেকে তাদের আটক করে।গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ পরিদর্শক জনাব সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ)অপু মিত্র সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।এসময় তাদের নিকট থেকে ৭৫পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।এদিকে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযানকালে লিমন শেখ নামের অপর এক মাদক কারবারি পালিয়ে যায়।সে লোহাগড়া উপজেলার গোপীনাথপুর গ্রামের লেলিন শেখের ছেলে লিমন।পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার সাদিরা খাতুন এর নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।