রিপোর্টারঃ মোঃ এনামুল হক–নড়াইল জেলা লোহাগড়া উপজেলা ৮নং দিঘলিয়া ইউনিয়ন যুবলীগ নেতা শেখ সাগর এর নেতৃত্বে মঙ্গলবার দুপুর ২টার সময় লুটিয়া বাজার হতে ৩০টি ইজিবাইক,২৫টি মটরসাইকেল বহর নিয়ে লোহাগড়া উপজেলা পৌরসভা চত্বরে অবস্থান করেন।এসময় দিঘলিয়া ইউনিয়নের যুবলীগের নেতাকর্মীগন উপস্থিত হয়।প্রত্যেক নেতাকর্মীদের কালো ব্যাচ পরিয়ে দিলেন যুবলীগ নেতা শেখ সাগর।দলের প্রতি দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন।সময় দিয়ে অর্থ দিয়ে দলের জন্য একাত্তরে কাজ করে যাচ্ছেন।
লুটিয়া,চরদিঘলিয়া,চরমাউলি,গাজীপুর,দিঘলিয়া,বাগডাঙ্গা সারোল,তালবাড়ীয়া,কোলা,বাটিকাবাড়ি,কুমড়ি সহ ইউনিয়নের যুবলীগের কর্মী নিয়ে সমবেত হয় জাতীয় শোক দিবসে।১৫আগষ্ট জাতীয় শোক দিবস জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম মৃত্যেুবার্ষিকী উপলক্ষে শোক দিবস সহ দোয়া মাহফিলের আয়োজনে অংশগ্রহণ করেন।
এদিকে নড়াইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা’র সাথে সাক্ষাত করেন যুবলীগ নেতা শেখ সাগর সহ তার কর্মীগন।এসময় এমপি মহোদয়ের নির্দেশে লোহাগড়া বাজার,লক্ষীপাশা স্ট্যান্ড সহ বিভিন্ন রোড দিয়ে প্রদক্ষিণ করেন।পতাকা উত্তোলন করেন।বহর শেষে পাইলট স্কুল মাঠপ্রাঙ্গনে অবস্থান করেন আঃলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীবুন্দ।
বক্তবকালে সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা’র পাশে যুবলীগ নেতা শেখ সাগর ও বক্তব রাখেন।শেখ সাগর বলেন জাতীয় শোক দিবস ১৫আগষ্ট বঙ্গবন্ধুর ৪৮তম শোক দিবস পালিত হয়।আমরা সকলেই ১৫আগষ্টে শোকহত।বঙ্গবন্ধু এদেশ স্বাধীন করে দিয়েছেন,তার স্বপ্নপূরন করতে জননেত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে যাচ্ছেন।যুবলীগ নেতা শেখ সাগর বলেন আমরা চাই বঙ্গবন্ধুর স্বপ্নকে পূরণ করতে এবং সোনার বাংলা গড়ে তুলতে।আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচন সকল ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান।
ছবি-এমপি মাশরাফি,শেখ সাগর।
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম মৃত্যেবার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া অনুষ্ঠানে তার মাগফিরাত কামনা করেন।সেই সাথে দোয়ার মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর পরিবারদের প্রতি দোয়া করেন।দোয়া অনুষ্ঠান শেষে দুপুরের খাবার প্রত্যেকের মাঝে বিতরন করেন।সুশৃঙ্খলভাবে পালিত হয়েছে ১৫আগষ্ট জাতীয় শোক দিবস।