ডেস্ক রিপোর্টঃ–নড়াইল জেলা কালিয়া উপজেলার পেড়োলী ইউনিয়নের শীতলবাটি গ্রামে পুলিশ ক্যাম্প থেকে আনুমানিক ৩শত গজ সামনেই বাড়ি,প্রশাসনের আড়ালে চলছে ইয়াবা হিরোইন গাজার ব্যবসা।এ ব্যবসার মূলহোতা শীতলবাটি গ্রামের আলমাস সরদারের ছেলে নিঝুম সরদার।দীর্ঘদিন যাবত প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে মাদক ব্যবসা চালিয়া যাচ্ছে।এলাকাতে নাম প্রকাশে অনিচ্ছুক,তারা বলেন নিঝুম সরদার কোন কাজ করে না এবং অন্য কোন ব্যবসার করে না।তবে একটি ব্যবসা করেন সমাজের যুবশ্রেনীর যুবকদের নষ্ট করার ব্যবসা সেটি হলো মাদক ব্যবসা।নিঝুম সরদার মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন যাবত জড়িত,সমাজ নষ্ট করতেছে মাদককারবারী নিঝুম সরদার।তাকে কেউ ভয়ে বলতে পারে না।মাঝেমধ্যে যদিও কেউ তার নাম প্রকাশ করে গোপনে তাকে মৃত্যের ভয় দেখায়।বিভিন্ন ভাষার মাধ্যমে ওই এলাকার মানুষকে প্রাননাশের হুমকি মধ্যে রাখেন।সম্মান আর ইজ্জতের ভয়ে অনেকেই বলতে পারে না।গোপন সূত্র পাওয়া যায় সে অবৈধ অস্ত্র ব্যবহার করে।নিঝুম সরদারের কিছু পালিত যুবক রয়েছে এবং মাদকের গ্যাং রয়েছে।এভাবে মানুষকে ভয়ভীতি দেখিয়ে তার ব্যবসা চালিয়ে যাচ্ছে।এ ব্যবসার আড়ালে চলছে নারী ব্যবসা।নারীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভারতে পাঁচার করেছে বলেও অভিযোগ পাওয়া যায়।
মাদক ব্যবসায়ী নিঝুম সরদারের নামে অনেকবার মৌখিকভাবে অভিযোগ পুলিশ ক্যাম্পে দিয়েছে এলাকার কিছু সচেতন মানুষ।কিন্তু তাতে কোন ফলাফল পাই নাই।তবে ভিডিও প্রমান আছে এলাকার লোকের বক্তব।
নড়াইল জেলার পুলিশ সুপার মোছাঃ সাদিরা খাতুন মহোদয়ের নিকট পেড়োলী ইউনিয়নবাসীর দাবী,মাদকমুক্ত করার জন্য পুলিশ সুপারের কঠোর নির্দেশনার ভিতর কিভাবে নিঝুম সরদার নামের এই মাদক ব্যবসায়ী ব্যবসা করে।ওই এলাকাতে পুলিশ ক্যাম্প রয়েছে তবুও অভিযোগ না শোনার ভ্যান করে বসে আছেন দায়িত্বরত অফিসারগন।
এলাকাবাসীর দাবী পুলিশ সুপারের নিকট দ্রুত এই মাদক ব্যবসায়ী নিঝুম সরদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করার জন্য বিনীত অনুরোধ জানান মিডিয়ার কর্মীদের মাধ্যমে।তাকে আইনের আওয়াতাধীন এনে বিচার করার জন্য।দিনের দিন এভাবে চলতে থাকলে যুবক সমাজ শেষ হয়ে যাবে।
এব্যাপারে মাদক সম্রাট নিঝুম সরদারকে গ্রেফতার ও পদক্ষেপ নেওয়ার জন্য জোরদাবী জানিয়েছেন সচেতন মহল ও ভুক্তভুগীগন।