এস আর সাকিল – স্টাফ রিপোর্টার
নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ইকবাল হোসেন পিবিজিএম,পিবিজি এম এস,এর নির্দেশে, টহল কমান্ডার নায়েক,আবদুল্লাহ এর নেতৃত্বে বিজিবির একটা চৌকশ দল জয়পুরহাট সীমান্তে বিপুল পরিমান মাদকদ্রব্য আটক করে।
অদ্য অদ্য ০২ জানুয়ারি ২০২৫ তারিখ ০১৩০ ঘটিকায় কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আব্দুল্লাহ এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭৮ এমপি হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে বড় কড়িয়া এলাকার পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৪৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ০২টি মোটরসাইকেল, ০৩টি মোবাইল ফোন এবং নগদ অর্থ(টাকা) ৩১,২০০/- টাকাসহ ০৩ জন মাদক চোরাকারবারী (১) মোঃ জাকিরুল ইসলাম(৩৫), পিতা-মোঃ মোশারফ হোসেন, (২) মোঃ রাজু আহমেদ(২৮), পিতা-মোঃ শামসুল ইসলাম, (৩) মোঃ মিনহাজ হোসেন(২৪), পিতা-মোঃ শামসুল ইসলাম,সকলের গ্রাম-পশ্চিম রামকৃষ্ণপুর, পোস্ট-ধলাহার, থানা-জয়পুরহাট সদর, জেলা-জয়পুরহাটকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলাদায়ের পূর্বক উদ্ধারকৃত মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা এলাকার চিহ্নিত মাদক চোরাকারবারী। সর্বমোট সিজার মূল্য-৫,১৬,৩০০/- টাকা।
জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/ অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস। তিনি আরও বলেন সরকারের নির্দেশনা মাদক, অবৈধ অস্ত্র এবং কোন অবৈধ চোরা কারবারি ভারত থেকে এদেশে কোন মতে প্রবেশ করতে না পারে এবিষয়ে বিজিবি সৈনিকদের কোঠর নির্দেশনা দেন।