রিপোর্টারঃ-মোঃ মোহাইমিনুল হক,নওঁগা জেলা প্রতিনিধি || নওগাঁর নিয়ামতপুরে সামাজিক নিরাপত্তা কার্যক্রমে মোবাইল ব্যাংকিং ও উপকারভোগীদের সচেতনতা মূলক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।জনপ্রতিনিধি,সাংবাদিক,ইমাম,সরকারি কর্মচারী ও ভাতাভোগীদের নিয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর)সকালে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিস প্রশিক্ষন হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়,মূল প্রবন্ধ উপস্থাপন করেন নওগাঁ জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক নূর মোহাম্মদ।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সমাজসেবা অফিসের সহকারী পরিচালক গাউছুল আজম,উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল,নিয়ামত পুর থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান,নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল আজিজ প্রমূখ।