নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসন ও থানা একাদশের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকেলে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
টসে জয়লাভ করে থানা একাদশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ১২ ওভারের খেলায় ১০ উইকেটে থানা একাদশ ৭৭ রান সংগ্রহ করে। পরে ব্যাট করে উপজেলা প্রশাসন একাদশ। টানটান উত্তেজনার এ খেলায় ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় উপজেলা প্রশাসন একাদশ। দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করে মতিউর রহমান।
খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ দুটি দলের মাঝে পুরস্কার তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানা অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ,উপজেলা পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মোঃ মোসাদ্দেকুর রহমান উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান মন্ডল,উপজেলা প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান,উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাঃশরিফ উল আলম,উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন,ন্যাশনাল ব্যাংক এর কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমূখ।