নড়াইল জেলা সদর থানাধীন গোবরা বাজার সংলগ্নে বসবাসরত মোঃ হাফিজ মিয়া,তিনি সাংবাদিকতা করে আসছেন দীর্ঘদিন।তিনি নড়াইল শহরসহ বিভিন্ন জেলাতে ক্রাইম রিপোর্টের জন্য অক্লান্ত পরিশ্রম করে থাকেন।নিজের বাইক নিয়ে চলাচল করেন তবে গত দিন পূর্বে চলমান অবস্থায় দৈনিক ক্রাইম নিউজ-২৪ এর প্রেসকার্ডটি হারিয়ে যায়।প্রেস কার্ডের বিষয় নিয়ে তার নিজ ফেইসবুকে হারানোর কথা তুলে ধরেন।যদি কেহ শত্রুতামূলক কার্ডটি নিয়ে ফাসানোর চেষ্টা করেন তাহলে সাংবাদিক মোঃ হাফিজ মোল্যা দায়ভার নিবেন না।হারানো প্রেসকার্ডে নাম মোঃ হাফিজ মোল্যা,কার্ড নাম্বার-০০৫৬ ইস্যু স্টাফ রিপোর্টার,রক্তের গ্রুপ A+ তারিখ-০৫-১২-২০২২ মেয়াদ শেষ তারিখ–০৪-১২-২০২৩ পুনরায় তাকে দৈনিক ক্রাইম নিউজ-২৪ এর সম্পাদক নতুন করে প্রেসকার্ড দিয়েছেন যাহা প্রেস কার্ডের নাম্বার-০০৬৮,ইস্যু তারিখ-২০২৩ মেয়াদের শেষ তারিখ-০১-০১-২০২৪ বিঃদ্রঃ–যদি কেউ হারানো প্রেসকার্ড ব্যবহার করে থাকে তার বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান সম্পাদক।