রিপোর্টারঃ ওসমান গনি চৌধুরী–পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ইসলামী ঐক্যজোট মহাসচিব মুফতি ফয়জুল্লাহ’র গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন,কুরবানীর ঐতিহাসিক শিক্ষা ও তাৎপর্য নিয়ে পবিত্র ঈদুল আজহা সমাগত।ঈদুল আজহা আমাদের ত্যাগ ও কুরবানীর আদর্শে উজ্জীবিত করে।
হযরত ইব্রাহিম(আ:) ও তার স্ত্রী বিবি হাজেরা এবং তাদের প্রিয় পুত্র হজরত ইসমাইল(আ:)এর স্মৃতি বিজড়িত পবিত্র ঈদুল আজহা আমাদের সামনে সমাগত।ঈদুল আজহা আমাদের ত্যাগ ও কুরবানির আদর্শে উজ্জীবিত করে।মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর উদ্দেশে সব কিছু ত্যাগ করে দেয়ার চেতনা আমাদের মনে জাগ্রত করে।সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠায় কোরবানি আমাদের অনুপ্রেরণা দেয়।ত্যাগ ও কোরবানির মানসিকতা নিয়ে ব্যক্তিগত,সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে।
আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে আমরা হযরত ইব্রাহিম(আ:)এবং তার স্ত্রী বিবি হাজেরা ও তাদের পুত্র হযরত ইসমাইল(আ:)এর মহান ত্যাগের ইতিহাস গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।তাদের সে ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহা’র প্রকৃত শিক্ষা রাষ্ট্র,সমাজ, পরিবার ও ব্যক্তিজীবনে প্রতিফলিত করে আমরাও যদি আল্লাহর এ জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের জান,মাল ও প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানী করার জন্য তৈরী হতে পারি তাহলেই আমাদের যাবতীয় ত্যাগ ও কুরবানী আল্লাহর নিকট কবুল হবে এবং আমাদের সকল কুরবানী স্বার্থক ও সফল হবে।
তাই পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সমস্যায় জর্জরিত দেশবাসীর সুখ-শান্তি,সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য আল্লাহর নিকট দোয়া করছি এবং দেশবাসী সবাইকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আমার নিজের পক্ষে থেকে এবং ইসলামী ঐক্যজোটের পক্ষে থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।