নড়াইল জেলার কৃতিসন্তান সাংবাদিক মোঃ উজ্জল খান”দুরান্ত টিভি’র চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেয়েছেন।গতকাল ২মে-২০২৩ইং রোজ মঙ্গলবার সন্ধ্যার পর প্রেসকার্ডটি তুলে দিলেন দুরান্ত টিভি(আইপি টেলিভিশন)এর প্রধান উপদেষ্টা সম্পাদক মোঃ সাজ্জাদ আলম খান সজল,সম্পাদক ও প্রকাশক ডা.মোঃ এনামুল হক।প্রধান উপদেষ্টা সম্পাদক এবং সম্পাদক ও প্রকাশক বলেন সততা ও নিষ্ঠার সাথে সমগ্র বাংলাদেশে নিউজ সংগ্রহ করতে পারবেন।চীফ রিপোর্টারকে কিছু নির্দেশনাবলী দিলেন,পাশাপাশি প্রতিনিধিকে তার সাংবাদিকতার কাজে উৎসাহিত করেন এবং দুরান্ত টিভি’র সুনাম অর্জন করতে পারেন এই প্রত্যাশা কামনা করেন।চীফ রিপোর্টারকে ধন্যবাদ ও শুভকামনা জানান।
চীফ রিপোর্টারের প্রেসকার্ড–