৩০ শে মার্চ-২০২৩ইং রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় দিনাজপুরের বিরামপুর পৌরসভার কার্যালয়ে পৌর সভার সম্মানিত মেয়র কর্তৃক বিরামপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের মাহমুদপুর মহল্লার মেধাবী শিক্ষার্থী মোছাঃ আয়শা সিদ্দিকা হাবিবা এবং ৮নং ওয়ার্ডের বেগমপুর মহল্লার মেধাবী শিক্ষার্থী আফসানা ফারহানা মিমি ২০২২-২০২৩ সেসনে এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও এমএজি ওসমানী মেডিকেল কলেজে অধ্যায়নের সুযোগ পাওয়াই আর্থিক সংকটের কারনে ভর্তির পুরো খরচ বহন করতে না পারায় বিরামপুর পৌরসভার জননন্দিত ও সুযোগ্য শিক্ষাবান্ধব মেয়র অধ্যক্ষ আককাস আলী মহোদয় তাদের হাতে আর্থিক সাহায্যের চেক হস্তান্তর করেন।এবং মেয়র তাদের পরিবার পরিজনের খোঁজখবর নেন এবং ভবিষ্যতে আরো তাদেরকে আর্থিক সহযোগিতার করবেন বলে আশ্বাস প্রদান করেন।এসময়ে উপস্থিত ছিলেন,পৌর নির্বাহী কর্মকর্তা সেরাফুল ইসলাম,পৌর কাউন্সিলর প্রভাষক মোজাম্মেল হোসেন,হিসাব রক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা কামাল হোসেনসহ আরো অনেকে।