1. ezequielsreyes@gmail.com : admin :
  2. freelencershakil72@gmail.com : Sr Shakil : Sr Shakil
দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা(ডিবি)কর্তৃক ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার। - দুরান্ত টিভি
January 1, 2025, 9:56 am
শিরোনাম :
নওগাঁর নিয়ামতপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন বিএনপির সাবেক সংসদ সদস্য ছালেক চৌধুরী নিয়ামতপুরে শিক্ষা সংস্কৃতি ও আদিবাসীদের অধিকার মুন্ডা সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত সিলেট জেলা প্রেসক্লাবে খোলস পাল্টিয়ে প্যানেল গ্রুপের ছায়া তলে ঘর বাঁধার স্বপ্ন দেখছে আওয়ামী দোসররা! বাংলাদেশ ছাত্র-যুব মতুয়া মহাসংঘের কাউন্সিল অধিবেশন উপলক্ষ্যে মহাসম্মেলন নিয়ামতপুরে ৮ং বাহাদুরপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত নিয়ামতপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট সিটি প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শহীদদের শ্রদ্ধায় বোয়ালখালীতে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ টঙ্গীতে বিজয় দিবস পালন ক‌রে‌ছে বিএন‌পির নেতাকর্মীরা মৌলভীবাজারে মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে পুষ্পস্তবক

দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা(ডিবি)কর্তৃক ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার।

এস এম মাসুদ রানা-বিরামপুর দিনাজপুর প্রতিনিধি।
  • সময়: Thursday, April 6, 2023,
  • 88 Time View

৫ ইং এপ্রিল বুধবার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জিডি নং-৬০, -০৫/০৪/২০২৩খ্রিঃ মূলে কোতয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই প্রতিরোধ এবং মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালীন দিনাজপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব শাহ ইফতেখার আহমেদ, পিপিএম মহোদয়ের সরাসরি দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্),জনাব আব্দুল্লাহ-আল-মাসুম এর পরিকল্পনায় অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল),জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা(ডিবি) অফিসার ইনচার্জ জনাব মোঃ ফারুকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (নিঃ)/জনাব এ এফ এম মনিরুজ্জামান মন্ডল, এসআই(নিঃ)/মোঃ রওশন, এসআই(নিঃ)/মোঃ সোহেল রানা,এসআই(নিঃ)/মোঃ মোতাহারুল ইসলাম,এসআই(নিঃ)/মোঃ মাসুদ রানা সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে অভিযান করাকালীন গোপন তথ্যের ভিত্তিতে ০৬/০৪/২০২৩ ইং রাত্রী ০১.৫৫ ঘটিকার সময় দিনাজপুর জেলা কোতয়ালী থানাধীন ০১নং চেহেলগাজী ইউনিয়নের অন্তর্গত ০২নং ওয়ার্ডের কর্নাই কাটাপাড়া গ্রামস্ত ব্রাক আটা মিল হইতে আনুমানিক ৩০০ গজ উত্তরে পরিত্যক্ত পুলিশ বক্সের সামনে দিনাজপুর শহর হইতে দশমাইল গামী মহাসড়কের উপরে পৌছামাত্র সেখানে সমাবেত ডাকাত দলের সদস্যরা ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা দেশীয় অস্ত্রসহ দৌড়াইয়া পালানোর চেষ্টা কালে অফিসার ফোর্সের সহায়তায় নিম্নে বর্ণিত আসামীদের গ্রেফতার করা হয়।এ সংক্রান্তে দিনাজপুর কোতয়ালী থানার এফ আই আর নং-২৪, তারিখ-০৬/০৪/২০২৩খ্রিঃ , ধারা-৩৯৯/৪০২/৩৪ পেনাল কোড রুজু হয়।গ্রেফতারকৃত আসামী হলেন, রুবেল হোসেন (৪০), পিতা-মৃত আশরাফ আলী, সাং-শেখহাটি।মোঃ জাহিদুল (৩২),পিতা-মৃত তোফাজ্জল, সাং-উত্তর গোসাইপুর।মোঃ আনারুল ইসলাম (৪০), পিতা-মৃত মকবুল হোসেন, সাং-উত্তর বংশীপুরমোঃ সিয়াম হোসেন(২৪),পিতা-মৃত ইয়াসিন আলী, সাং-ভবানীপুর (ডাঙ্গাপাড়া)মোঃ সজল ইসলাম (২৫),পিতা-মোঃ রবিউল ইসলাম,সাং-মেদ্দাপাড়া, সর্ব থানাকোতয়ালী,জেলা-দিনাজপুর। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ও আলামত সমুহঃ-ক) ০১(এক) টি কাঠের হাতল বিশিষ্ট দেশীয় তৈরি চাইনিজ কুড়াল-১(এক) টি লোহার হাতল বিশিষ্ট দেশীয় তৈরি ব্লেড সাদৃশ্য লম্বা ছুরি।২ (দুই) টি দেশীয় তৈরি কাঠের হাতল বিশিষ্ট বাকা ধারালো ছুরি।১(এক) টি ধারালো হাসুয়া২(দুই) টি টর্চলাইট।২(দুই) টি নাইলনের রশি।১(এক) টি পুরাতন লাল রংয়ের গামছা।উক্ত আসামীদের পিসিপিআর যাচাই করে কোতয়ালী থানা,দিনাজপুরে নিম্নোক্ত মামলা পাওয়া যায়-১। রুবেল হোসেন(৪০)এর নামে ০৫ টি ২।মোঃ সজল ইসলাম(২৫)এর নামে ০২টি ৩।মোঃ জাহিদুল (৩২) এর নামে ০১টি ৪।মোঃ সিয়াম হোসেন (২৪)এর নামে ০১টি।

আসামী সম্পর্কে খোঁজখবর নিয়ে জানা যায় তারা গোপালগঞ্জ,চেহেলগাজী,রানীগঞ্জ,বাশেঁরহাট ও দশমাইল হাইওয়ে এলাকাসহ বিভিন্ন এলাকায় তাদের অপরাধের জাল বিস্তার করে।এলাকায় আধিপত্যকে কেন্দ্র করে ভিন্ন কয়েকটি গ্রুপের সাথে প্রায়শই সংঘর্ষের সৃষ্টি হয়।(তার প্রতিপক্ষ মুসার নামে ৯টি মামলা ও সহযোগী শাহাজান এর নামে ৩টি মামলা রয়েছে)১নং আসামী অত্র এলাকায় রুবেল ডাকাত নামে কুখ্যাতি রয়েছে।তারা মাদকের পৃষ্টপোষকতা,ছিনতাই,চাঁদাবাজিসহ ডাকাতিতে জড়িত।তারা এলাকায় এমনভাবে চক্র তৈরি করে যে পুলিশের উপস্থিতির খবর দ্রুত পেতে পারে। অনেক ক্ষেত্রে পুলিশকে ভিকটিমাইজ করতে তারা সিদ্ধ হস্ত।বিষয়গুলো মাথায় রেখে অভিযান টিম প্রযুক্তি ও বিশ্বস্ত সোর্সের মাধ্যমে তাদের গতিবিধির প্রতি তীক্ষ্ণ নজরদারি রেখে সংগোপনে তাদের হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
x