রিপোর্টারঃ-মো.মিজানুর রহমান,পটুয়াখালী প্রতিনিধি–
জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সাজা বাতিল ও মামলা থেকে অব্যাহতি পাওয়ায়
পটুয়াখালী দুমকি উপজেলা আংগারিয়া ইউনিয়ন
বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৯ ডিসেম্বর)বিকেল ৪ টায় আনন্দ মিছিলটি
আংগারিয়া ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে দুমকি সাতানী গিয়ে শেষ হয়।উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান দিপু,সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার হোসেন হাওলাদার,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ জাকির আলম,সাইদুর রহমান খান,সৈয়দ সাখাওয়াত,উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম মর্তুজা মোল্লা,যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল ওহাব,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরীফ প্রমূখ।
সভায় বক্তারা বলেন,ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে কাল্পনিক সাজাপ্রদান এবং তাকে রাজনৈতিক নির্বাচনে পাঠিয়েছিল। জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ায় আদালত তার সাজা বাতিল করে তাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।অচিরেই তারেক রহমান বীরের বেশে এদেশে ফিরবেন বলেও বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
০৯/১২/২০২৪