বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম,পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)জনাব স্নিগ্ধ আক্তার পিপিএম এর তত্তাবধানে ডিবি বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়া‘র মাদক বিরোধী অভিযানে ৩৫(পঁয়ত্রিশ)বোতল ফেন্সিডিলসহ ০২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।বগুড়া ডিবির একটি টিম ইং ২৯/০৩/২০২৩ খ্রিঃ তারিখ ২৩.১৫ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন মাটিডালী বিমান মোড়স্থ আদি মহরম আলী দই ঘরের সামনে পাকা রাস্তার উপরে হইতে ৩৫(পঁয়ত্রিশ)বোতল ফেন্সিডিলসহ আসামী ১।মোঃ নুর হোসেনরনি(৩৫),পিতা-মৃত ইউসুফ আলী, মাতা-সালেহা বেগম,সাং-কুতুবপুর কাচারীকান্দি, থানা-শিবচর,জেলা-মাদারীপুর,২।মোঃ হেলাল উদ্দিন(৩০),পিতা-মৃত সফি মিয়া,মাতা-মৃত সাফিয়া বেগম,সাং-নালিকান্দি,থানা-নড়িয়া,জেলা-শরীয়তপুরদ্বয়কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে।