ঝালকাঠির রাজাপুর প্রেসক্লাবে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের উপদেষ্টা ও নির্বাচন কমিশনার এবং ঝালকাঠি জেলা পরিষদের নির্বাচিত সদস্য এ্যাড খায়রুল আলম সরফরাজকে প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।সংবর্ধনা শেষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।আজ সোমবার ২জানুয়ারী-২০২৩ইং সন্ধ্যায় ক্লাবের হলরুমে প্রেসক্লাব সভাপতি মনিরুজ্জামান খান’র এর সঞ্চালনায় সভায় বক্তব্য প্রদান করেন ক্লাবের সদস্য গোপাল কর্মকার,শামসুল আলম বাবুল,ক্লাবের প্রতিষ্ঠাতা আবদুল বারেক ফরাজি।
এসময় এ্যাড খায়রুল আলম সরফরাজ বলেন, সাংবাদিকদের সামাজিক অবক্ষয়সহ সকল সংবাদ নির্ভয়ে প্রকাশ করতে হবে।এসব সংবাদ করার জন্য সাংবাদিকদের যেন অনুরোধ করতে না হয়,তারা যেন নিজের মত করেই এই সংবাদ প্রকাশ করে।