ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রান গেল ইজিবাইক চালকের।
ঝালকাঠির কাঁঠালিয়াতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. এমাদুল হাওলাদার(২৫)নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।বুধবার ৩১আগষ্ট দুপুর দেড়টার দিকে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের তালগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এমাদুল ঐ এলাকার মো. আউয়াল হাওলাদারের ছেলে।
এমাদুলের শ্যালক মো.ছাব্বির সরদার জানায়, দুপুরে বাড়িতে বসে এমাদুল তার নিজের ইজিবাইকে চার্জ দিতে বিদ্যুৎ সংযোগ লাগানোর সময় বিদ্যুতায়িত হয়ে মাটিতে পরে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করে।
রাজাপুর থানার পরিদর্শক(তদন্ত)মো.মোস্তফা কামাল বলেন,পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ তাদের কাছে সন্ধ্যায় হস্তান্তর করা হয়েছে।