ঝালকাঠির রাজাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য এম মনিরুজ্জামান মনির আঠারো শত দুস্থ ও অসহায়কে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন।বুধবার বিকাল ৪টার দিকে উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কনভেনশন সেন্টারে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপস্থিত থেকে তিনি সবার হাতে তুলে দেন।উপজেলা আওয়ামী লীগ এ আয়োজন করেন।বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে এম মনিরুজ্জামান মনির বলেন,রাজাপুর-কাঁঠালিয়ার পিছিয়ে পরা ও সাধারণ মনুষের উন্নয়নের জন্য আমি আজীবন কাজ করতে চাই। এ কাজ অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারো ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।এ সময় রাজাপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট খায়রুল আলম সরফরাজ এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মো.মজিবুর রহমান মৃধা, সাংগঠনিক সম্পাদক মো.শফিকুল ইসলাম ডেজলিং তালুকদার,শুক্তগড় ইউপি চেয়ারম্যান বিউটি সিকদার প্রমূখ।উল্লেখ্য আগামিকাল বৃহস্পতিবার কাঁঠালিয়াতেও ১২ শত দুস্থ ও অসহায়দের মাঝে এম মনিরুজ্জামান মনির শাড়ি-লুঙ্গি বিতরণ করবেন।