ঝালকাঠিতে ইউপি সদস্যের ছেলে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার।
আবু সায়েম আকন-ঝালকাঠি জেলা প্রতিনিধি।
ঝালকাঠির রাজাপুরে ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল সহ ইউপি সদস্যের পুত্র জসিম মোল্লা(৩২)কে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা(ডিবি) পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার ফুলহার এলাকার মোল্লাবাড়ি(জসিমের নিজ বাড়ি)থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জসিম ঐ এলাকার মো.কালাম মোল্লা ও সদর ইউনিয়নের ৩নং সংরক্ষিত আসনের সদস্য নুরুনাহার নিরু বেগম এর ছেলে।
পুলিশ জানায়, ঢাকার একটি চোরাই মোটরসাইকেল কেনা-বেচায় জড়িত থাকায় ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা(ডিবি)পুলিশের সদস্যরা স্থানীয় পুলিশের সহায়তায় জসিমকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।পরে জসিমকে ডিএমপি ডিবি কার্যালয় নিয়ে যাওয়া হয়।