চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উৎপাদনশীলতা প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে ২অক্টোবর-২০২২ইং রোজ রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম।অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)আনোয়ার পারভেজ।জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.মাহফুজার রহমান।জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এম এ করিম।জয়পুর জেলা মৎস্য কর্মকর্তা সরদার মহিউদ্দিন।বিসিকের উপ-ব্যবস্থাপক লিটন চন্দ্র ঘোষ জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নূরুল আমিন প্রমুখ।জেলা প্রশাসক শরিফুল ইসলাম বলেন,শুধু শিল্প নয় কৃষি ও শিক্ষাসহ অন্যান্য অনেক ক্ষেত্রেই উৎপাদনশীলতার বৃদ্ধি করা যেতে পারে।
তিনি জয়পুরহাট জেলার প্রাকৃতিক সম্পদ ও ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধির প্রতি গুরুত্ব আরোপ করেন।সরকার অত্যন্ত আন্তরিকভাবে ব্যবসার অনুকূল পরিবেশ তৈরি করেছেন।উৎপাদন এবং ব্যবস্থাপনার সাথে জড়িত সকলকে উৎপাদনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা নিয়ে কাজ করতে হবে।