আমার এ জীবন
রিক্ততায় শূন্যতায় ভরা।
যেখানেই যায়
চারিদিকেই অবহেলায় ঘেরা।
যে দিকেই তাকায়
দেখি হতাশার ছড়াছড়ি
অনিশ্চিত ভবিষ্যৎ
জীবনে করে আহাজারি
সুখ চায়! সুখ চায়!
সুখ কোথা পায়।
দু:খ গুলো অনেক আপন
পর নাহি করা যায়।
অবশেষে হায়!
মনকে সান্তনা দিয়ে যায়
ভাগ্যে যা আছে হায়
তায় হবে ভাই।