রিপোর্টঃ-এইচ এম মিজানুর,পটুয়াখালী প্রতিনিধি-পটুয়াখালীর দুমকী যথাযথ ও ভাবগাম্ভীর্যের সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।মঙ্গলবার ১৫আগষ্ট-২০২৩ইং সকাল ৯টায় উপজেলা প্রশাসনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী,বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা -কর্মচারীবৃন্দ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।এ সময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির শ্রম বিষয়ক সদস্য মোহাম্মদ আলী আশরাফ, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও দুমকী উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ,সম্পাদক মোঃ শাহজাহান আকন সেলিম,দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)তারেক মোহাম্মদ আব্দুল হান্নান প্রমুখ।পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতির পিতার স্মৃতিচারণ করে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।