ডেস্ক রিপোর্ট–আজ ১০জুন ২০২৩ইং রোজ শনিবার সকালে নড়াইলের লোহাগড়া উপজেলার কামঠানা গ্রামে বিষপানে নিতাই চন্দ্র নস্কর নামে এক ৯২ বছর বয়সি বৃদ্ধের মৃত্যু হয়।বিষপানের ৫(দিন) আগে নিতাই চন্দ্রে নস্করের ছোট ছেলে কার্তিক নস্কর এর বাসা খুলনা থেকে নিজ বাড়ি আসেন।সুএ:মতে জানা যায় ছোট ছেলে ও মৃত বড় ছেলের দুই সন্তান নিতাই চন্দ্র নস্কর এর কাছ থেকে জোর পূর্বক সমস্ত জমাজমি লিখে নেয়।এর জের ধরে রাগে,ক্ষোভে,অভিমানে তিনি বিষপান করেন।এর পর নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে তিনি মৃত্যু বরন করেন।এস আই সাইফুল ইসলামের সুরতাহাল প্রতিবেদন শেষে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।