চৈত্রের দুপুর
কবি-মোঃ মামুন মোল্যা-নড়াইল জেলা।
চৈত্র দুপুরে আকাশে বাতাসে
সূর্যের অগ্নি বর্ষণে,
পথচারী বট বৃক্ষ তলে বসে
পানি খায় ক্ষণে ক্ষণে।
ফসলি মাটি ফেটে চৌচির
রক্ত ঝরে,
পাখপাখালি উড়ে ক্লান্ত
বাসায় ফেরে।
খালে বিলে হাঁটু পানি
পুকুরে নেই জল
ব্যাঙ গুলো ডেকে মরে
বৃষ্টি আয় কল কল।
ছেলে-মেয়ে দল বেধে
নদীতে ঝাঁপায়,
আশ-পাশ করছে ঝাঁ ঝাঁ
গগন কালি কাঁপায়।
লেখা ৩-৪-২৩