নড়াইল জেলার নড়াগাতি থানার একটি বসত বাড়ির মেইন গেট এর তালা খুলে চারটা মোবাইল সহ নগদ টাকা চুরি করে একটি চোর চক্র।চুরির ঘটনায় ভুক্তভোগী পরিবার নড়াগাতী থানার মামলা করেন মামলা নং ১/২৩ তারিখ-২/৫/২৩ ইং চোর/চোরদের গ্রেফতার, চোরাইমাল উদ্ধার করার জন্য অভিযানে নামে নড়াগাতী থানা পুলিশকিন্তু মোবাইল গুলোর IMEI না থাকায় অনেক ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে এস আই/ মো: ফিরোজ আহম্মেদ উক্ত মোবাইল গুলোর IMEI সংগ্রহ পুর্বক ট্রাকিং করে চোরাই মোবাইল গুলোর অবস্থান সনাক্ত করে এবং সংগীয় ফোর্সসহ যশোর থেকে ৩টি চোরাই মোবাইলসহ শাকিল নামের একজন চোরকে গ্রেফতার করেন।এবং তাকে জিজ্ঞাসাবাদ করে অন্য একজন চোর শাহিনকে নড়াগাতী থানা এলাকায় পানিপাড়া থেকে ১টি চোরাই মোবাইল ও ১২পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন।চোর শাহিন প্রাথমিক জিজ্ঞাসাবাদ থানায় এসে চুরির কথা স্বীকার করে।এস আই/ মো: ফিরোজ আহম্মেদ জানান ভুক্তভোগী পরিবারের কাছে মোবাইল ও টাকা ফিরিয়ে দেওয়া হবে এবং চোরদের যথাযথ শাস্তির আওতায় আনা হবে।