গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলাতে সাংবাদিক সংগঠনের বিষয়ের উপর এক আলোচনা ও মতবিনিময় করা হয়-১২ই আগষ্ট-২০২২ইং সাল রোজ শক্রবার বিকাল ৫ঘটিকার সময় এ আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মোঃইয়ার আলী,মোঃসাইফুল ইসলাম সরদার,শেখ মোহাম্মদ আলী(বীরমুক্তিযোদ্ধা),মোঃরবিউল গাজী ,মোঃফারহাবী আহম্মেদ সিয়াম,মোঃআহাদ মোল্যা,ডা.মোঃএনামুল হক,মোঃহারুন খান,মোঃকামাল হোসেন,মোঃসাইফুল হাসান প্রমুখ।
উপস্থিত সকল সাংবাদিকবৃন্দ পৃথক পৃথক বক্তব রাখেন,সাংবাদিকদের একতা ও ঐক্যবদ্ধভাবে সংগঠনের সাথে জড়িত হতে হবে।কারন ইউনিটি না থাকলে মূল্যায়ন পাওয়া যায় না।একজন সাংবাদিকের কাজ সত্য ঘটনা ও সত্য ঘটনার রহস্য উদঘাটন করা।তারই ধারাবাহিতায় নিউজ করতে হবে।পাশাপাশি সাংবাদিক একে অপরের পরিপূরক হিসাবে সংগঠন করার প্রয়োজন বলে মনে করেন উপস্থিত সাংবাদিকবৃন্দ।
সাংবাদিক সংগঠন প্রসঙ্গে উপস্থিত সকলেই আলোচনা শেষ করলেন,আলোচনা শেষে কমিটি প্রসঙ্গে আলোকপাত করলেন।সকলের সম্মতিক্রমে কমিটি গঠনের একমত পোষণ করেন।উপস্থিত সাংবাদিকবৃন্দ বলেন আমরা আলোচনা করে সংগঠনের কমিটি গঠন করতে চাই,সাংবাদিকবৃন্দ কমিটির দায়িত্ব নিয়ে কথা বললেন এবং কমিটির পদ-পদবী নিয়ে সকলের সম্মতিক্রমে সিদ্ধান্তে উপনীত হয়।
সাংবাদিক সংগঠন কমিটির তালিকাঃ–
সভাপতিঃ-ডা.মোঃ এনামুল হক,(জাতীয় সাপ্তাহিক অবদান পত্রিকা-স্টাফ রিপোর্টার)।
সিনিয়র সহ-সভাপতিঃ-মোঃ ইয়ার আলী(দৈনিক ভোরের চেতনা পত্রিকা–স্টাফ রিপোর্টার)।
সাধারন সম্পাদকঃ-শেখ মোহাম্মদ আলী বীরমুক্তিযোদ্ধা(দৈনিক আলোচনা পত্রিকা-জেলা প্রতিনিধি)।
যুগ্ম সাঃসম্পাদকঃ-গাজী রবিউল আলম(ATV সংবাদ-জেলা প্রতিনিধি)।
সাংগঠনিক সম্পাদকঃ-মোঃ সাইফুল হাসান(ATV সংবাদ-ভ্রাম্যমাণ প্রতিনিধি)।
সহ-সাংগঠনিক সম্পাদকঃ-মোঃফারহাবী আহম্মেদ সিয়াম(ফটোগ্রাফার)।
প্রচার সম্পাদকঃ-মোঃসাইফুল ইসলাম সরদার(ভোরের চেতনা উপজেলা প্রতিনিধি)।
কোষাদক্ষঃ-মোঃকামাল হোসেন কাবুল(ডেইলি ক্রাইম নিউজ২৪-গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)।
মহিলা সম্পাদীকাঃ-মোছাঃ হালিমা খানম(ভোরের চেতনা-স্টাফ রিপোর্টার)।
সাংবাদিক ও মিডিয়াজগত হল জাতির বিবেক,যেখানে অন্যায় অবিচার ও দূর্নীতি সেখানেই সাংবাদিক,বললেন—সাংবাদিক মোঃ এনামুল হক
সাংবাদিক সংগঠন করার প্রস্তুতি গ্রহনের বিষয়টি সকলে দাবি জানান এবং উপস্থিত সাংবাদিকবৃন্দ সকলেই সন্তুষ্টু প্রকাশ করেন।সেই সাথে বীরমুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী তিনি আলোচনার সভার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন।