গোপালগঞ্জের কাশিয়ানীতে দোকানদারকে মারপিট করে নগদ ৬০ হাজার টাকা ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার ১২ এপ্রিল ২০২৩ ইংরেজী তারিখ রাত আনুমানিক ৭:৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।আহত দোকানদার নাজমুল মোল্যাকে প্রতিবেশীরা উদ্ধার করে।নাজমুল মোল্যা কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের মো: আজিজুল মোল্যার কনিষ্ঠ ছেলে।আহতের পরিবার সূত্রে জানা যায়,নাজমুল মোল্যা সাবেক ওয়ার্ড চেয়ারম্যান ফজিলা বেগমের বাড়ির সামনে দোকান দিয়ে ব্যবসা করছেন।মঙ্গলবার রাত ৭:৫০ মিনিটের দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা করে ছিলেন নাজমুল। ০৩টি মোটরসাইকেলে করে ৯জন ছেলে এসে দোকানের সামনে দাড়ায় এবং সিগারেট চায়, দোকান খোলা মাত্র তার উপর অতর্কিত হামলা চালায়।নাজমুলের সমস্ত শরীরে এলোপাতাড়ি মারপিট করে।নাজমুলের পিঠ এবং হাতের আঙ্গুলে মারাত্নক আঘাত পান।এরপর তারা নগদ ৬০হাজার টাকা দোকান থেকে নিয়ে যায় এবং দোকান ভাঙ্গচুর করে।নাজমুলের চিৎকারে প্রতিবেশী ও স্বজনরা এগিয়ে এসে নাজমুলকে উদ্ধার করে হামলাকারীদের ধাওয়া করলে পালানোর সময় একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
৯৯৯ এ ফোন করলে পুলিশ আসে এবং হামলাকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেলটি থানায় নিয়ে যায়। অতপর নাজমুলকে আমরা কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।এ বিষয়ে কাশিয়ানী থানার তদন্তকারী কর্মকর্তা কামরুজ্জামান বলেন,আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে পদক্ষেপ গ্রহন করা হবে।এছাড়াও ঘটনাস্থল থেকে একটি পালসার মটর সাইকেল জ্বব্দ করেছি।