গাইবান্ধায় গরুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন।
গাইবান্ধা সদর জেলায় ত্রি-মোহিনি রেল স্টেশনে গরুকে বাঁচাতে গিয়ে ট্রেনের কাটায় পড়ে লাইলী বেগম(৫০)নামে এক নামে এক নারী নিহত হয়েছে।
শনিবার(২৭আগস্ট)দুপুরে গাইবান্ধা সদর উপজেলার ত্রি-মোহিনি রেল স্টেশন সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।লাইলী বেগম হরিনসিংহা গ্রামের মজিবুর রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানায়,লাইলী বেগম রেল লাইনের পাশে তার গরু বেঁধে রেখেছিলেন।গরুটি একটি চলন্ত ট্রেনের দিকে চলে যায়।এসময় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগার সম্ভাবনা দেখে গরুটি সরাতে চেষ্টা করেন লাইলী বেগম।তখনই ট্রেন কাছাকাছি চলে আসে এবং সাথে সাথে ট্রেনে কাটায় পড়ে।এবং ঘটনাস্থলে মৃত্যু হয়।
সদর উপজেলার বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম (সাবু) বিষয়টি নিশ্চিত করেছেন এবং সংবাদকর্মীদের এ তথ্য জানান তিনি।