গাইবান্ধায় আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল সিরিজ বোমা হামলার ১৭বছর উপলক্ষে,২০০৫ সালের ১৭ই আগস্ট গাইবান্ধাসহ সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলার বর্ষপূর্তিতে বুধবার গাইবান্ধায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আওয়ামীলীগ। অপপ্রচার-গুজবের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি ও তার দোসরদের সন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টির উসকানির প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুর ১২টার দিকে শহরের ১নং রেলগেট এলাকায় দলের জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনির নেতৃত্বে মিছিলে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু,সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক পিয়রুল ইসলাম,দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ সারোয়ার কবীরসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।এছাড়াও যুবলীগ,ছাত্রলীগসহ দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীরাও পৃথক পৃথক ব্যানার ও মিছিল নিয়ে এতে অংশ নেন।
মিছিল শেষে শহরের ডিবি রোডে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার(গানাসাস)সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিয়ে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষনা করেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর)আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি।
তিনি বলেন,বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেই বাংলাদেশে জঙ্গিদের উত্থান ঘটে।তারাই জঙ্গিদের লালন-পালন করে আসছে। তিনি দেশবিরোধী অপশক্তি ও তার দোসদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য,২০০৫ সালের ১৭আগস্ট বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)দেশব্যাপী পাঁচ শতাধিক জায়গায় সিরিজ বোমা হামলা করে।এর পর থেকে দিনটিকে সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামীলীগ।