“দৃঃশাসন হটাও-ব্যবস্থা বদলাও-বিকল্প গড়োচ্ শ্লোগানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিপির গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা কমিটির ডাকে পৌর শহরের বঙ্গবন্ধু চত্বরে শুক্রবার সন্ধ্যায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা সিপিবির সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড লাকী আক্তার।আরো বক্তব্য রাখেন সিপিবির জেলা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল,সহ-সাধারণ সম্পাদক এ্যাড.মুরাদ জামান রব্বানী,উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিপুল,সদস্য ক্ষিতিশ চন্দ্র, কমরেড খয়বর হোসেন ও ভূমিহীন নদী ভাঙ্গন এলাকার ক্ষেতমজুর নেতা আক্তার আলী প্রমূখ।
বক্তারা বলেন দেশে আজ দুঃশাসন চলছে।সব মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করছে।বিদেশে টাকা পাচার করে দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক করে ফেলেছে।এই দঃশাসন হটাতে হলে সিপিবির পতাকা তলে সকলকে আসার আহবান জানান।
এছাড়া জ্বালানী তেল,কৃষি উপকরণের দাম কমানোসহ নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও প্রকৃত ভূমিহীনদের স্থায়ী আবাসন দেওয়ার আহবান জানান।
হারুন অর রশিদ
সংবাদদাতা
সুন্দরগঞ্জ, গাইবান্ধা,
০১৭৪০১৫৬২১৩
২২-১০-২০২২ ইং