রিপোর্টারঃ-মোঃ আব্দুল সামাদ বিশ্বাস,খুলনা জেলা প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের দাবীতে উমেশ চন্দ্র লাইব্রেরীর সামনে থেকে আগামী (১৮ জুলাই)মঙ্গলবার পদযাত্রা শুরু হবে।গণতন্ত্র মঞ্চ,খুলনা জেলা শাখা দুপুর ১২টায় এ কর্মসূচীর আয়োজন করেছে। কর্মসূচী সফল করার লক্ষে আজ বৃহস্পতিবার ১৩ জুলাই দুপুর ১২টায় লাইব্রেরীর সামনে গণতন্ত্র মঞ্চ’র জেলা শাখার এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।গণতন্ত্র
মঞ্চ’র খুলনা জেলা শাখার আহবায়ক ও জেএসডি’র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হাকিম সভায় সভাপতিত্ব করেন।
আলোচনায় অংশ নেন বাংলাদেশ জাসদ’র নগর শাখার সভাপতি রফিকুল হক খোকন,জাতীয় পার্টি(কাজী জাফর)খুলনা জেলা শাখার সভাপতি মোস্তফা কামাল, নাগরিক ঐক্য’র খুলনা নগর শাখার সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু,বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক কে, এম আলী দাদ ও গণসংহতি আন্দোলনের খুলনা জেলা আহবায়ক মুনির চৌধুরী সোহেল।