রংপুরের গঙ্গাচড়ায় নেশাগ্রস্থ ছেলের নির্যাতন থেকে বাঁচতে পুলিশে অভিযোগ দিয়েছেন মা।এ ঘটনায় আজ মঙ্গলবার ৪ এপ্রিল-২০২৩ইং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকাসক্ত ছেলে জুয়েল মিয়াকে(৩৫)এক বছরের জেল ও এক হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না।থানায় অভিযোগ সূত্রে জানা যায়,গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের দক্ষিণপাড়া মনিরাম এলাকার আব্দুল হাকিমের স্ত্রী নুরজাহান বেগম ও তার ছেলে জুয়েল মিয়া একত্রে বসাবস করেন।গত এক বছর ধরে জুয়েল মিয়া মাদকাসক্ত হয়ে নেশার টাকার জন্য বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাংচুরসহ তার মা ও স্ত্রীকে মারধর করে আসছেন।ছেলের নির্যাতন সইতে না পেরে গত ৩ এপ্রিল গঙ্গাচড়া মডেল থানা ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে মা নুরজাহান বেগম ছেলের বিরুদ্ধে অভিযোগ দেন।এরই প্রেক্ষিতে মঙ্গলবার সকালে পুলিশ জুয়েলকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে নিয়ে আসলে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না তাকে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন।