রিপোর্টারঃ ইন্দ্রজিৎ টিকাদার–খুলনা -১ আসন (বটিয়াঘাটা-দাকোপ) থেকে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী নৌকা প্রতীকের সম্ভাব্য প্রার্থী অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী মানবতার ফেরিওয়ালা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়’র সাবেক সচিব ড.প্রশান্ত কুমার রায় ব্যক্তিগত অর্থায়নে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিতে গতকাল বৃহস্পতিবার বেলা ১১ উপজেলার জলমা ইউনিয়নের গল্লামারী ও দাউনিয়াফাঁদ মল্লিকের মোড় সংলগ্ন শেখ রাসেল পুনর্বাসন কেন্দ্রের এতিম অসহায় ছিন্নমূল বালক- বালিকাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মাথায় টওপর, ফেলুন ফুলিয়ে,কেক কেটে ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে ঈদ মোবারক উৎসব পালন করেন।শেখ রাসেল পুনর্বাসন কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক বিপ্লব কুমার সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-১ আসন থেকে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব ড.প্রশান্ত কুমার রায়।প্রকল্পের এডুকেটর রত্না রায়’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অবঃপ্রাপ্ত সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক বিধান কুমার মন্ডল,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,সাংবাদিক পরাগ রায়,সোস্যাল ওয়ার্কার নাজমা আক্তার,প্যারামেডিক নিপন চন্দ্র দেবনাথ,লাইফস্কিল ট্রেইনার মোঃ আল আমিন, যুবলীগ নেতা সবুজ মিস্ত্রী,ক্যাপ্টেন যথাক্রমে আজমিরা আক্তার,সুরাইয়া,স্নেহা,বিথী, তানিয়া,সাথী,সুরাইয়া,স্বরূপা সহ দুটি পুনর্বাসন কেন্দ্রে মোট ৫২ জন বালক ও ১১৪ জন বালিকা উপস্থিত ছিলেন।এছাড়াও তিনি গত বুধবার ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী চাল ডাল শিমাই সুজি ও চিনি বিতরণ করেন।