রিপোর্টারঃ মোঃ আব্দুল সামাদ বিশ্বাস- সংগ্রামী শুভেচ্ছা নিবেন,আমি স ম আব্দুর রহমান,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে একজন কর্মী হিসেবে যোগদান করি,আমি নগরী ১৫ নং ওয়ার্ডের বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি, মহানগর বিএনপি’র গত কমিটির সসহ-সভাপতির অত্যন্ত দক্ষতার সাথে পালন করি।সর্বশেষ বিএনপি’র বর্তমান আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছি।দলের যে কোন কর্মসূচিতে আমি এই বয়বৃদ্ধ বয়সে যারপর নাই মেধা, প্রঞ্জা দিয়ে শতভাগ সফল করার চেষ্টা করে আসছি।আহবায়ক কমিটির যুগ্ন আহবায়কের দায়িত্ব পালন কালে আমাকে খালিশপুর থানা , দৌলতপুর থানা ও খানজাহান আলী থানার সদস্য সংগ্রহের দায়িত্ব অর্পণ করার পর তা-ও সফলতার সাথে দায়িত্ব পালন করেছি।অত্যন্ত পরিতাপের বিষয় গত ৫ জুন ২০২৩ইং তারিখে খালিশপুর থানার ৯ টি ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে আপনাদের উপস্থিতে মহানগর কার্যালয়ে বসি। আলোচনার এক পর্যায়ে ১৫ নং ওয়ার্ড কমিটি নিয়ে আলোচনা শুরু হলে মহানগর বিএনপি’র সদস্য হাবিবুর রহমান বিশ্বাস ও তার সহযোগি মিন্টু কাজী ও বাবুল মুন্সী সহ কয়েক জন যে অশ্রাব্য ভাষায় আমার সাথে দুব্যবহার করেছে তাহার সুষ্ঠু বিচার দাবি করছি।হাবিবুর রহমান বিশ্বাস গং আপনাদের উপস্থিতিতে আমাকে যে ভাবে অপমান,অপদস্ত করেছে তাহা আপনারাই দেখেছেন।তাহারা সকলের উপস্থিতিতে আমাকে চাঁদাবাজ আখ্যায়িত করে আমার বর্ণিল রাজনৈতিক জীবনের উপর কালিমা লেপনের অপচেষ্টাই করেই ক্ষ্যান্ত হয়নি আপনাদের উপস্থিতিতে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টাও করেছে।আপনারা হাবিবুর রহমান বিশ্বাস গ্ংদের নিভৃত না করলে আমাকে শারিরীকভাবে লাঞ্ছিত হতে হতো।দীর্ঘ রাজনীতির জীবনের শেষ প্রান্তে এসে আমি যেভাবে অপমান,অপদস্ত হয়েছি তাহা আমার মোটেই প্রত্যাশা ছিল না।আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আগামী দিনের রাস্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে জীবনের ঝুঁকি নিয়ে বয়সের এই পড়ন্ত বেলায় আন্দোলন -সংগ্রামে শতভাগ উপস্থিত থাকার প্রতিদান যদি অপমান,অপদস্ত আর লাঞ্ছিত হতে হয় তবে সে রাজনীতি আর আমার পক্ষে মোটেই করা সম্ভব নয়।আমি আপনাদের কাছে উক্ত হাবিবুর রহমান বিশ্বাস গংদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি।আমি মনে করি আপনাদের গতিশীল নেতৃত্বে খুলনা মহানগর বিএনপি পূর্বের যেকোনো সময়ের চেয়ে এখন সুশৃঙ্খল ও সুসংগঠিত।বয়বৃদ্ধ বয়সে পরিবার পরিজনকে সময় না দিয়ে আপনাদের অনুগত হয়ে যে কোন ডাকে সাড়া দেওয়ার পরিনাম যদি এমন হয় তবে আপনারা আমাকে দল থেকে অব্যাহতি প্রধান করবেন। বাকিটা জীবন না হয় দলের একজন সমর্থক হিসেবে থাকবো।পরিশেষে মহান আল্লাহ রাব্বুল আলামীন আপনাদের মঙ্গল করুক।
অনলিপি :
১| ভারপ্রাপ্ত চেয়ারম্যান / মহাসচিব, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।
২| দপ্তর সম্পাদক,বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।
৩| জনাব রকিবুল ইসলাম বকুল, ছাত্র বিষয়ক সম্পাদক,বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।