“নিরাপদ মাছে ভরবো দেশ” “গড়বো স্মার্ট বাংলাদেশ “এই প্রতিপাদ্যকে সামনে রেখে বটিয়াঘাটা উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৩ উদযাপন কমিটির আয়োজনে ২৪ জুলাই থেকে ৩০ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে এক আলোচনা সভা গতকাল সোমবার বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিসার আবু বক্কর সিদ্দিক’র সভাপতিত্বে স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন।সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিসাব-রক্ষণ অফিসার মোঃ ইসমাইল হোসেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইমদাদুল হক,যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর মোল্লা,আরএমও ডাঃ অভিজিৎ মল্লিক,পল্পী উন্নয়ন কর্মকর্তা নাসরিন সুলতানা,ইউআরসি ইন্সপেক্টর আশিক বিন আজাদ,সিনিয়র সাংবাদিক অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস,উপজেলা প্রেসক্লাবের সাধারণ ইন্দ্রজিৎ টিকাদার,উপকূলীয় ঝর্ণাধারার সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন সুমন সাংবাদিক অজিত কুমার রায়,সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমীর আলী,খামারী ওয়াহিদুর রহমান সহ চাষীরা।