খুলনা জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ গতকাল শুক্রবার সকাল ৯ টায় অংশগ্রহণ করেন । মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশন মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ খন্দকার ইয়াসির আরেফিন।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি এম এম জাফর ইকবাল,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট অসীম কুমার বৈধ্য,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জেলা শাখার সহ-সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার,এ্যাডভোকেট পলাশী মজুমদারসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরবর্তীতে এক আলোচনা সভা শিল্পকলা একাডেমীর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত।আলোচনা সভার পূর্বে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা মহানগরীর রেলস্টেশন থেকে শিল্পকলা একাডেমীতে শেষ হয় ।