কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ১কেজি ৫০০গ্রাম গাঁজা ৮০পিস ইয়াবাট্যাবলেট ২৫বোতল ফেন্সিডিলসহ ৫জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গত ২৪ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১|মোঃ আরিফুল ইসলাম রনি(২২)পিতা-দুলাল সরদার,সাং-কালমেঘা, থানা-পাথরঘাটা,জেলা-বরগুনা,২|মোঃ আক্তারুজ্জামান টুকু(৪২)পিতা-মোঃ লোকমান হোসেন মোল্যা,সাং-মুরাগাছা,থানা-কালিগঞ্জ,জেলা-সাতক্ষীরা,এ/পি সাং-আরফাত আবাসিক এলাকা, থানা-হরিণটানা,৩|মোঃ আলম মন্ডল সোনা মিয়া(৩৮), পিতা-মৃতঃআবুল কাশেম মন্ডল,সাং-রাঙ্গিয়ারপোতা,থানা-দর্শনা,জেলা-চুয়াডাঙ্গা ৪| রেহানা পারভীন(২৪)পিতা-লুৎফার শেখ,সাং-ভাবড়াসুর,থানা-মুকসুদপুর,জেলা-গোপালগঞ্জ,এ/পি সাং-দেয়ানা মধ্যপাড়া,থানা-দৌলতপুর,৫|মোঃ আশিকুল ইসলাম পিয়াল(২৬)পিতা-নজরুল ইসলাম,সাং-সেহাংগল,থানা-স্বরুপকাঠী,জেলা-পিরোজপুর,এ/পি সাং-হঠাৎ বাজার,থানা-লবণচরা,জেলা-খুলনা।মহানগরীদের’কে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করেছে।উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ০১কেজি ৫০০গ্রাম গাঁজা ৮০পিস ইয়াবাট্যাবলেট ২৫বোতল ফেন্সিডিল মাদকদ্রব্য আলামত হিসেবে উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪টি মাদক মামলা রুজু করা হয়েছে।