খুলনার রূপসায় পুলিশ অভিযান চালিয়ে ১১ফুট গাঁজা গাছসহ জামাল বিশ্বাস(৪৮)নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।সে রুপসার শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত আবু বকর এর ছেলে।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ১সেপ্টেম্বর-২০২২ইং রোজ বৃহস্পতিবার গভীর রাতে এস আই বাবলা দাসের নেতৃত্বে জামাল বিশ্বাসের বসত বাড়ির মধ্যে থেকে ১১ফুট গাঁজা গাছ উদ্বার করা হয়।গাঁজা গাছ রোপন করার অপরাধে তাকে আটক করে।
অপরদিকে ভুক্তভোগী ও এলাকাবাসী জানায়, জামাল কখনো মাদকের সাথে জড়িত না।জামাল এর শিশু ছেলে জনৈক এক ব্যক্তির ইট ভাটার মধ্যে থেকে ছোট একটি চারা এনে ফুলের গাছ হিসেবে বাড়িতে লাগায়।সে আজও জানে না এটা গাঁজা গাছ।এঘটনায় রূপসা থানায় মামলা দায়ের করা হয়েছে।যাহার মামলা নং-০১/২২